মান্দাতার আমলের কৃষি সরঞ্জাম
(স্মৃতিচারণ)
ডা. সাদেকুল ইসলাম তালুকদার
আমি গ্রামে বড় হয়েছি। ইন্টারমেডিয়েট পাশ করার পর থেকে নিয়মিত গ্রামে থাকা হয় না। গ্রামের কৃষিকাজ ও কৃষি সরঞ্জাম খুব কাছে থেকে দেখেছি । এখনো গ্রামের বাড়ি যাই মাঝে মাঝে । লক্ষ্য করছি গ্রামের কৃষিকাজের পদ্ধতি দ্রূত আধুনিকায়ন হচ্ছে । তাই অনেক সরঞ্জাম বিলুপ্ত হয়ে যাচ্ছে । সোনালী শৈশবে যা যা দেখেছি তার জন্য কেমন যেন মায়া লাগে। গত কয়েকদিন আগে নিউজ পেলাম সখিপুর উপজেলায় লাঙ্গুইলা গ্রামে করোনা রোগী সনাক্ত হয়েছে । লাঙ্গুইলা গ্রামের নাম বহুদিন পর পনে পড়লো । কিন্তু লাঙ্গুইলা গ্রামটা সখিপুরের কোন দিকে এটা আমি মনে করতে পারলাম না । আমি গ্রামের একজনকে মোবাইল করে জানতে চাইলাম লাঙ্গুইলা গ্রামটি কোন দিকে যেনো । জানা হলো । এরপর শুরূ হলো লাঙ্গুইলা শব্দটি যেনো কোথায় শুনেছি । মনে পড়লো এটা ক্ষেতের আগাছা পরিস্কার করার একটা কৃষি সরঞ্জাম ছিলো । অনেকদিন না দেখতে দেখতে নামই ভুলে গেছি । মাথায় ঘুরপাক খেতে থাকলো আমার শৈশবে দেখা মান্দাতার আমলের কৃষিকাজ ও কৃষি সরঞ্জামের স্মৃতি । এমনই হয় মাঝে মাঝে আমার ব্রেইনে । যেদিন যেটা মাথায় আসে সেদিন সেটা সারাদিনই মাথায় খেলতে থাকে । বাধ্য হয়ে লিখে ফেলি এন্ড্রয়েড মোবাইলের নোট প্যাডে। কপি করে পেস্ট করে দেই ফেইসবুক পোস্টে । আজও তাই করলাম ।