আমাদের অনেকেই বনসাই
ডা. সাদেকুল ইসলাম তালুকদার
বনসাই হলো এক ধরনের হটিকালচার শিল্প। শুরু হয়েছিল জাপান থেকে। এই পদ্ধতিতে বড় বড় জাতের গাছকে ছোট একটি টবে লাগিয়ে ডাল পালা ছেটে ছেটে টবের মধ্যে বেটে অথচ মোটা আকারে জীবিত রাখা হয়। গাছের কাণ্ডে তার পেঁচিয়ে বা বেঁধে এর বিভিন্ন আকৃতি দেয়া হয় সৌন্দর্যের জন্য। মোট কথা গাছটির সাভাবিক বৃদ্ধিকে সুকৌশলে নিয়ন্ত্রণ করে অল্প জায়গাতে ছোট একটি পাত্রে ছোট আকারে বেঁচে থাকতে দেয়া হয়। গাছেরও জীবন আছে। তাই বনসাই পদ্ধতিতে এই জীবের প্রতি অন্যায় করা হয়। যে গাছ পর্যাপ্ত পুষ্টি পেলে, কোন রকম বাঁধা না পেলে জমিনের উপর ৫০-৬০ ফুট উচু ও ২০-৩০ ফুট বিস্তৃত হতো সেই গাছকে বনসাই করে মানুষ মাত্র ২-৩ ফুট উচু ও ১-২ ফুট বিস্তৃত হতে দেয়। এই অবস্থায় গাছ ফুল ও ফলও দেয়।
আমার বাড়ির ২,৪০০ বর্গফুট ছাদের উপর একটি বাগান করেছি সখ করে। সেখানে ফুল, ফল ও সবজি আবাদ করি। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা একটি নির্মল আনন্দের খোরাক আমার। এর এক ত্রিতীয়াংশ ছাদ খালি রেখেছি। ১৬০০ বর্গফুট জায়গায় ১০০ টি ফল গাছ লাগিয়েছি, ১৫-১৬ টি ফুল গাছ লাগিয়েছি। সবজি বেডে অনেক রকম সবজি লাগাই। প্রায় ৪৯ রকমের সবজি চাষ করে খেয়েছি। প্রায় ৩২ রকমের ফল খেয়েছি এই বাগানের। নানা জাতের ফুল ফুটিয়েছি তাতে। গাছ লাগিয়েছি টবে। সভাবতই ছাদের উপর ওজন কম রাখতে এবং গাছের সীমিত খাবার বা পুষ্টি ঠিক রাখতে আমাকে গাছগুলোর ডাল পালা ছেটে ছোট রাখতে হয়। যে আম গাছ জমির উপর লাগালে ৫ হাজার আম ধরে সেই জাতের গাছই ছাদে মাত্র ৪০-৫০ টি আম দেয়। তাতেও খুশি আমরা। লক্ষ্য করে দেখুন, মনের অজান্তেই আমি আমার ছাদের গাছগুলোকে বনসাই করে রেখেছি। কি নিষ্ঠুর কাজ করছি আমি!
এতক্ষণ আমি গাছের বনসাইয়ের কথা বললাম। মানুষও বনসাই হয়। কি কারনে যেন আমার এক জুনিয়র কলিগ আমার জন্য দঃখ করে বললেন “স্যার, আপনি তো আমাদের কাছে একটি বট বৃক্ষ। আপনাকে বনসাই করে রাখা হয়েছে।” এই কথা নিয়ে আমি অনেক ভেবেছি। আমি কি বট বৃক্ষের মতো বড় হতে পারতাম? আসলেই কি আমার ডালপালাগুলো ছেটে ফেলা হয়েছে? এখন এমন অনেক বনসাই মানুষ আমার চোখে পড়ে। এরা অল্প অল্প কিছু ফল দিয়ে যাচ্ছে। বড় হতে দিলে কত যে ফল দিতো! কিন্তু যারা ডালপালা ছেটে দেয় তারা বনসাই পেয়েই খুশি।
২১/১০/২০২০ খ্রি.
ময়মনসিংহ
কেমন লাগলো তার উপর ভিত্তি করে নিচের ফাইফ স্টারে ভোট দিন ক্লিক করে
ডা. সাদেকুল ইসলাম তালুকদার রচিত বই-এর অনলাইন শপ লিংক
http://www.daraz.com.bd/shop/talukder-pathology-lab/
http://www.daraz.com.bd/shop/talukder-pathology-lab/