ইনজেকশন দেয়ার পরপরই রুগী মারা যায় কেন?
(স্বাস্থ্য কথা)
ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার
প্রায়ই শোনা যায় ইনজেকশন দেয়ার পরপরই রুগী মারা গেল। এনিয়ে বাত বিতন্ডায় জড়িয়ে পরে ডাক্তারের সাথে রোগীর আত্বীয়স্বজন অপ্রিতিকর ঘটনা ঘটাচ্ছেন। কিছু কিছু রোগ আছে যেগলো সাধারণ মানুষ সহজে তার ভয়াবহতা বুঝতে পারে না। রোগী মারা যাওয়ার আগ মুহুর্তের লক্ষণগুলো ডাক্তারগন বুঝতে পারেন। রোগীকে বাচানোর চেষ্টাসরূপ ইমার্জেন্সী ইনজেকশন দেন। তাতে কোন কোন রোগী বেচে যান। সব রোগীকে বাচানো সম্ভব হয় না। বিশ্বের নামী দামী হাসপাতেলেও কোটি ডলার খরচ করে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় না। তবুও বাচানোর জন্য চেষ্টা করা হয়। তাড়াতাড়ির সময় রোগীর লোকের সাথেও রোগীর অবস্থা ব্যাখ্যা না করে প্রয়োজনীয় ইনজেকশন প্রয়োগ করা হয়। বেচে গেলে কথা নেই। মরে গেলেই যত গণ্ডগোল। প্রকৃতপক্ষে রোগী তখন মারা যেতই। ডাক্তার শুধু বাচানোর চেষ্টা করেছেন মাত্র।
কাজেই কোন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাতে হলে পুর্ণ আস্থা নিয়েই চিকিৎসা করাতে হবে ।
২/১/২০১৮ খ্রি.
পড়ে কেমন লাগলো তার উপর ভিত্তি করে নিচের ফাইফ স্টারে ভোট দিন ক্লিক করে
ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার রচিত বই-এর অনলাইন শপ দেখার জন্য ক্লিক করুন
http://www.daraz.com.bd/shop/talukder-pathology-lab/