একই সাথে দুই হাতের রক্ত পরীক্ষা
(স্বাস্থ্য কথা)
ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার
একদিন সন্ধায় আমার কাছে একটা মোবাইল এলো। আমি তখন প্রাইভেট ল্যাবে কাজ করছিলাম। পরিচয় দিলেন। একজন হাইলি এডুকেটেড উচ্চপদস্থ কর্ম কর্তা।
– আপনি আজ আমার রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন। একই রক্ত দিয়ে অন্য একটা ল্যাবে এই পরীক্ষা করিয়েছি। দু’টার রেজাল্ট দ’রকম । আপনাদের রিপোর্ট এমন হচ্ছে কেন?
– একই রক্ত দুই ল্যাবে কেমনে দিলেন?
– আমি সকালে গাড়ী পাঠিয়েছিলাম, আপনার ল্যাব ও অন্য ল্যাব থেকে টেকনোলজিস্ট এনে একই সময় দুই হাত থেকে দুইজনকে রক্ত নমুনা নিতে বলি।
– কেন এমন করলেন?
– ইদানীং পত্র পত্রিকায় দেখছি, বাংলাদেশের ল্যাবের পরীক্ষার মান ভাল না। তাই একটু তুলনা করে দেখলাম নিজেরটা দিয়ে।
– কোন কোন পত্রিকা নেগেটিভ কথাবার্তা লিখে মজা পায়। কেউ কেউ এগুলু পড়েও মজা পায়। তা কেমন গড়মিল দেখছেন?
– একটাতে আপনি দিয়েছেন ১৯৮ অন্য ল্যাব দিয়েছে ২০০। অন্যগুলোও এইরকম দুই এক মিলিগ্রাম কম বেশী।
– স্টেটিস্টিকের নিয়মে ১-৫% কম বেশী গুরুত্বপূর্ণ কিছু নয়। টেকনোলজিস্ট টু টেকনোলজিস্ট, রিএজেন্ট টু রিএজেন্ট, মেশিন টু মেশিন তথা ল্যাব টু ল্যাব রেজাল্ট ১-৫% কম বেশী হতে পারে। আপনার বেলায়ও তাই হয়েছে। আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি?
– বুঝতে পেরেছি। ধন্যবাদ, ডাক্তার সা’ব।
২৯/৫/২০১৭ খ্রি.
পড়ে কেমন লাগলো তার উপর ভিত্তি করে নিচের ফাইফ স্টারে ভোট দিন ক্লিক করে
ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার রচিত বই-এর অনলাইন শপ থেকে বই কেনার জন্য ক্লিক করুন
এখানে
I just started my blog a few months ago and discovered this site just two weeks now, and wow…So grateful for you. Thanks for the post. awesome.. Terese Cort Dygall