Income From Facebook
ফেইসবুক থেকে কিভাবে আয় করা যায়?
ফেইসবুকে একাউন্ট করতে কোন টাকা লাগে না। পোস্ট করতেও কোন টাকা লাগে না। কিন্তু ফেইসবুকে এডভার্টাইজ বা বিজ্ঞাপন দিতে কিন্তু টাকা লাগে।
ফেইসবুকের পোস্ট ও এডভার্টাইজ টেক্সট, ছবি ও ভিডিও আকারে দেয়া হয়। এই ধরনের বিজ্ঞাপনকে বলা হয় ডিজিটাল বিজ্ঞাপন। এই ধরনের মার্কেটিংকে বলা হয় ডিজিটাল মার্কেটিং।
যারা ফেইসবুক কনটেন্ট দেখে বা শুনে তারা হচ্ছে অডিয়েন্স। ফেইসবুক টাকার বিনিময়ে ডিজিটাল এডভার্টাইজ (সংক্ষেপে এড) নিয়ে অডিয়েন্সদের কাছে পৌঁছে দেয়। অডিয়েন্সরা এড দেখে আকৃষ্ট হয়ে পণ্য ক্রয় করে বা সেবা ক্রয় করে। এড দেয় ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানি। এড দাতা কাদেরকে এড দেখাতে হবে তা নির্দিষ্ট করে দেন, এরিয়া, বয়স, লিঙ্গ, পেশা ইত্যাদি। যাকে বলা হয় টার্গেটেড অডিয়েন্স। যিনি বা যারা টার্গেট করে এমন এড প্রচার করা ঠিকঠাক করে দেন তাদের বলা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
ফেইসবুক একাউন্ট কয়েক রকম আছে। শুধু বুন্ধুদের সাথে মনের ভাব শেয়ার করা ও ফেইসবুক কন্টেন্ট দেখার জন্য একাউন্ট করতে হলে প্রোফাইল মুডের একাউন্ট করতে হয়। এরকম একাউন্ট করলে ৫ হাজারের অধিক বন্ধু নেয়া যায় না। প্রফেশনাল কন্টেন্ট পোস্ট করে এডভার্টাইজ থেকে আয় করতে চাইলে প্রোফেশনাল মুডের একাউন্ট করতে হয়। বিজনেস কনটেন্ট পোস্ট করে এবং কন্টেন্টে এডাভার্টাইজ রান করে ইনকাম করতে চাইলে ফেইসবুক পেইজ খুলতে হয়। প্রফেশনাল মুড ও পেইজ থেকে আয় করার সুযোগ পেলে বলা হয় মনিটাইজ হয়েছে। মনিটাইজ পাবার কিছু সর্ত আছে। পেইজ মনিটাইজ হলে ফেইসবুক আপনার পেইজে এড রান করবে। তাতে ফেইসবুক যে টাকা পাবে তার অংশ আপনার একাউন্টে দিবে। আপনি সেই টাকা আপনার ব্যাংক একাউন্টে এনে খরচ করবেন।
আপনি পেইজের এড থেকে টাকা পাবেন। এড সেট আপ করে দিয়ে বিজ্ঞাপন দাতার কাছ থেকেও টাকা পাবেন। তবে টাকা ইনকাম করার জন্য আপনাকে ফেইসবুকের সাথে একটা বিজনেস একাউন্ট থাকতে হবে।
এড দিতে কেমন খরচ হয়?
এটা নির্দিষ্ট না। সাধারণত ১ হাজার টাকায় ২০ হাজার জনকে বিজ্ঞাপন দেখানো যায়। এড চলাকালে প্রতিমুহূর্তে কতটাকায় কতজনে দেখতে পেল তা জানা যায়।
ফেইসবুক পোস্ট কন্টেন্টে এড চালিয়ে এবং ডিজিটাল মার্কেটিং করে ফেইসবুক থেকে আয় করা যায়। অনুরূপ ভাবে, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকেও আয় করা যায়। ফেইসবুক ও ইউটিউব বিজ্ঞাপন থেকে আয় করে পৃথিবির শ্রেষ্ঠ ধনী হয়েছে। ফেইসবুক ও ইউটিউব একাউন্ট মনিটাইজ করে পৃথিবীর অসংখ্য লোক ধনী হয়েছে। আর এসব ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করে লক্ষ্য কোটি শিক্ষিত বেকার যুবক স্বাবলম্বী হয়েছে।
সাদেকুল ইসলাম তালুকদার
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট
১৩ জানুয়ারি ২০২৩ খ্রি