Tag Archives: Healthcare

Types of Doctors

ডাক্তারদের প্রকারবেধ

জেনারেল প্রেক্টিশনার বা জিপি

যেসব ডাক্তার এমবিবিএস পাস করে বিএমডিসির রেজিষ্ট্রেশন নিয়ে চেম্বারে বসে সাধারণ রোগী দেখেন, তাদেরকে বলা হয় জেনেরাল প্রেক্টিশনার বা জিপি। ছোট বড় সব বয়সের রোগী তারা দেখেন। জটিল রোগী এলে প্রাথমিক পরীক্ষা করে, প্রাথমিক ভাবে রোগ নির্ণয় করে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট রেফার্ড করে থাকেন।

মেডিসিন রোগ বিশেষজ্ঞ

যেসব ডাক্তার এমবিবিএস পাস করার পর এম সি পি এস মেডিসিন, এফ সি পি এস মেডিসিন অথবা এম ডি ইন্টার্নাল মেডিসিন অথবা বি এম ডি সি স্বীকৃত সম মানের অন্য কোনো বিদেশি ডিগ্রি অর্জন করেছেন তারা হলেন মেডিসিন রোগ বিশেষজ্ঞ। শরীরের যে কোন অংগের সাধারণ রোগ বিশেষভাবে নির্নয় করে চিকিৎসা করে থাকেন। জিপিগণ যেসব রোগি রেফার্ড করেন সেসব রোগী তারা দেখেন। অন্য বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকও তাদের কাছে  রোগী রেফার্ড করেন। 

ads banner:

সার্জারি রোগ বিশেষজ্ঞ

যেসব ডাক্তার এমবিবিএস পাস করার পর এম সি পি এস (সার্জারি), এফ সি পি (সার্জারি) অথবা এম এস (সার্জারি) অথবা বি এম ডি সি স্বীকৃত সমমানের অন্য কোনো বিদেশি ডিগ্রি অর্জন করেছেন তারা হলেন সার্জারি রোগ বিশেষজ্ঞ। শরীরের যে কোন অংগের সাধারণ সার্জারি রোগের চিকিতসা করে থাকেন । তারা যে কোন ফোড়া কাটা, সাধারণ টিউমার কাটা, লিম্ফ নোড বায়োপ্সির জন্য কাটা, গল ব্লাডার অপারেশন, ব্রেস্ট টিউমার অপারেশন ইত্যাদি করে থাকেন ।

স্ত্রী রোগ বিশেষজ্ঞ


যেসব ডাক্তার এমবিবিএস পাস করার পর এম সি পিস (গাইনি এন্ড অবস), ডিজিও, এফ সি পি এস (গাইনি এন্ড অবস) অথবা এম এস (গাইনি এন্ড অবস)  পাস করেন তাদেরকে গাইনি বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক বলা হয়।

যরায়ু (ইউটেরাস) সংক্রান্ত রোগের চিকিৎসা ও প্রসুতি সংক্রান্ত সমস্যার চিকিৎসা করেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক।

অনেক মহিলা রোগী স্তন রোগ নিয়ে স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে যান। প্রকৃতপক্ষে স্তন রোগ বিশেষজ্ঞ হলেন সার্জন বা সার্জারি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক।