Tag Archives: পাইলস

anal-disease

পায়ুপথের রোগগুলো

আপনি কি জানেন পায়খানার রাস্তার সমস্যাগুলো একে অন্যের সাথে জটিলভাবে জড়িত?”
👉 এনাল ফিসার মানে পায়খানার রাস্তায় ছোট ফাটল। এটি কোষ্ঠকাঠিন্যে হয়ে থাকে, যন্ত্রণা ও রক্তপাত হতে পারে।
👉 ফাটলে ইনফেকশন হলে জমে পুঁজ – একে বলে পেরিএনাল অ্যাবসেস বা ফোড়া।
👉 ফোড়ার মুখ বাইরে খুলে গেলে হয় পেরিএনাল সাইনাস
👉 আর সেই মুখ যদি পায়খানার রাস্তায় গিয়ে মিশে যায় – তখন একে বলে ফিস্টুলা ইন এনো – এটি প্রায়ই সার্জারির প্রয়োজন পড়ে।
👉 অন্যদিকে, পাইলস হলো পায়খানার রাস্তায় ফোলা রক্তনালি – যা ব্যথা ছাড়াও রক্তপাত করতে পারে।
🎯 “সবগুলো রোগই গুরুত্বপূর্ণ, তাই প্রাথমিক উপসর্গে চিকিৎসকের পরামর্শ নিন।”
📌 স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হোন, সুস্থ থাকুন!
🎥 ডা. সাদেকুল ইসলাম তালুকাদার, তালুকদার প্যাথলজি ল্যাব, চরপাড়া, ময়মনসিংহ